কথা বলার বিশেষ রীতি বা ঢং কে বাগধারা বলা হয়। একধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছকে বাগধারা বুঝায়। শব্দ গুচ্ছের বিশেষ প্রকাশকে বাগধারা বুঝায়। বাগধারার ইংরেজি শব্দ হলো Idiom. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাক তাকে বাগধারা বলে। যেমন- অরণ্যে রোদন- অর্থ নিষ্ফল আবেদন। (কৃপণের কাছে চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র)। প্রিয় পাঠক আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা (কমন উপযোগী) তবে সঠিক জায়গায় এসেছেন।
বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা
১.’ইতর বিশেষ’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ পার্থক্য।
২.’আঠারো মাসে বছর’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ দীর্ঘসূত্রতা।
৩. ‘বিয়ে করলে, অথচ তোমার ইয়ার বকশিদের জানালে না? এখানে ‘ইয়ার বকশি’ শব্দের অর্থ কি?
উত্তরঃ প্রিয় বন্ধু।
৪. ‘উপরোধে ঢেঁকি গেলা’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অনুরোধে অনিচ্ছার সত্ত্বেও কিছু করা।
৫.উড়ে এসে জুড়ে বসা অর্থ-
উত্তরঃ অনধিকার চর্চা।
৬. উত্তম মাধ্যম অর্থ-
উত্তরঃ প্রহার।
৭. ইতর শব্দের অর্থ-
উত্তরঃ বদমেজাজি।
৮. ইঁদূর কপালের সমার্থক বাগধারা হলো-
উত্তরঃ উনপাঁজুরে।
৯. ইঁদুর কপালে-
উত্তরঃ নিতান্ত মন্দ ভাগ্য।
১০. কোন জোড়াটি সমার্থক?
উত্তরঃ অহিনকুল-দা-কুমড়া।
১১. ‘উজানের কই’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সহজলভ্য।
১২.’উড়নচণ্ডী’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অমিতব্যয়ী।
১৩. ‘একাদশে বৃহস্পতি’ কি?
উত্তরঃ বাগধারা।
১৪. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
উত্তরঃ সুসময়/সৌভাগ্যের বিষয়৷
১৫.’একচোখা’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ এক চোখ কানা যার৷
১৬. ‘এক ক্ষুরে মাথা মুড়ানো’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ একই স্বভাবের।
১৭. ‘এসপার ওসপার’ অর্থ কি?
উত্তরঃ মীমাংসা৷
১৮. ঊনকোটি চৌষট্টি অর্থ-
উত্তরঃ প্রায় সম্পূর্ণ।
১৯. দুর্বল অর্থে কোন বাগধারা ব্যবহার করা হয়? উত্তরঃউনপাঁজুরে।
২০. ঊনপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ কি?
উত্তরঃ পাগলামি।
২১. ‘অকাল কুষ্মাণ্ড’ এই বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অকর্মা।
২২. ‘খুব বিপদ’ অর্থ-
উত্তরঃ অকূল পাথার৷
২৩. মারা যাওয়া অর্থে কোন বাগধারা ব্যবহার হয়?
উত্তরঃ অক্কা পাওয়া।
২৪. ‘দুর্লভ বস্তু’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অমাবস্যার চাঁদ।
২৫. ‘অকটবিকট ‘ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ ছটফটানি
২৬. ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ শেষ বিদায়।
২৭.অন্ধিসন্ধি অর্থ-
উত্তরঃ ষড়যন্ত্র।
২৮. অন্ধকার দেখা অর্থ-
উত্তরঃ হতবুদ্ধি ।
২৯. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ-
উত্তরঃ গলাধাক্কা দেয়া৷
৩০.’অকালে বাদলা’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অপ্রত্যাশিত বাধা।
আপনি এই আর্টিকেলে পড়ছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা (কমন উপযোগী) । আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ করে যারা বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছু টিপস দেওয়ার শ্রেষ্ঠা করে থাকি। তারই ধারাবাহিকতায় চলমান।
৩১. ‘অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ আলসেমি।
৩২. ‘অন্তর টিপুনী ‘ বাগধারার অর্থ কি?
উত্তরঃ গোপন ব্যথা।
৩৩.অঞ্চল প্রভাব -বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ স্ত্রীর প্রভাব৷
৩৪.অষ্টরম্ভা- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ ফাঁকি।
৩৫. আমড়াগাছি- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অহেতুক প্রশংসা করা।
৩৬. কুঁড়ে স্বভাব- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ আঠারো মাসে বছর।
৩৭. হতভাগ্য-
উত্তরঃ আট কপালে।
৩৮. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অলীক ভাবনা।
৩৯. ‘আক্কেল সেলামি’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ নির্বুদ্ধিতা।
৪০. আদিখ্যেতা এর অর্থ কি?
উত্তরঃ বিলাসী।
৪১. আঠার আনা বাগধারার অর্থ-
উত্তরঃ বাড়াবাড়ি।
৪২. আগড়ম বাগড়ম বাগধারার অর্থ কি?
উত্তরঃ অর্থহীন কথা।
৪৩. আস্তাকুঁড়ের পাতা বাগধারার অর্থ-
উত্তরঃ হেয় ব্যক্তি।
৪৪. আকাশ পাতাল বাগধারার অর্থ-
উত্তরঃ প্রচুর ব্যবধান।
৪৫. ওজন বুঝে চলা-
উত্তরঃ আত্নসম্মান রক্ষা করা।
৪৬.সক্রিয় হওয়া অর্থে কোন বাগধারা ব্যবহার করা হয়?
উত্তরঃ গোঁ ধরা।
৪৭. ওষুধ করা-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ বশ করা।
৪৮. ‘কলকাঠি নাড়া’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ গোপনে কু-পরামর্শ দেয়া।
৪৯. ‘কলুর বলদ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ ঘানির বলদ
৫০. কিলিয়ে কাঁঠাল পাকানো- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ জোর করে কাজের উপযোগী।
৫১.কাপড়ে বাবু অর্থ-
উত্তরঃ ভণ্ড
৫২. ক-অক্ষর গোমাংস -বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অশিক্ষিত ব্যক্তি।
৫৩. কচুবনের কালাচাঁদ অর্থ-
উত্তরঃ অপদার্থ।
৫৪. ‘কাছা ঢিলা’- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অসাবধান।
৫৫. কাষ্ঠ হাসি-অর্থ-
উত্তরঃ শুকনো হাসি।
৫৬. কায়েতের ঘরের ঢেঁকি-
উত্তরঃ অপদার্থ ব্যক্তি।
৫৭. কলির সন্ধ্যা- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ দুঃখের সূচনা।
৫৮. কত ধানে কত চাল- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ টের পাওয়ানো।
৫৯. ‘কচ্ছপের কামড়’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ নাছোরবান্দা।
৬০. গুড়ে বালি – বাগধারার অর্থ-
উত্তরঃ আশায় নৈরাশ্য।
প্রিয় পাঠক, যেহতু বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা সম্পর্কিত এই আর্টিকেল পড়া শুরু করে আপনি এতদূর অবধি চলে এসেছেন তবে ধরেই নিচ্ছি আপনার কাছে ভালো লাগছে। আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিয়মিত ভিজিট করার জন্য বুকমার্ক করে রাখতে পারেন।
৬১. গৌরচন্দ্রিকা-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ ভূমিকা।
৬২. কংস মামা-
উত্তরঃ নির্মম আত্নীয়।
৬৩. তুমি আমার কাঁচকলা করবে- এখানে কাঁচকলা অর্থ?
উত্তরঃ অবজ্ঞাসূচক।
৬৪.কেবলা হাকিম অর্থ-
উত্তরঃ অনভিজ্ঞ।
৬৫.কেউ কেটা-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সামান্য।
৬৬. কাঁচা পয়সা অর্থ-
উত্তরঃ নগদ উপার্জন।
৬৭. ভাবনা চিন্তাহীন- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ খোদার খাসি।
৬৮.খয়ের খাঁ- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ তোষামোদকারী।
৬৯. ফাঁকা আওয়াজে কাজ হবে না, বাগ ধারাটির সমার্থক কী?
উত্তরঃ কথায় চিড়া ভিজে না।
৭০.কেতাদুরস্ত- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ পরিপাটি।
৭১ কথার তুবড়ি- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অনর্গল কথা
৭২. কূপমন্ডুকতা-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সংকীর্ণমনা।
৭৩. কলা দেখানো-
উত্তরঃ ফাঁকি দেওয়া।
৭৪. কৈ মাছের প্রাণ-
উত্তরঃ দীর্ঘজীবী।
৭৫. কেঁচে গণ্ডুষ-
উত্তরঃ নতুব করে আরম্ভ করা।
৭৬. কাকা নিদ্রা-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অগভীর সর্তক নিদ্রা।
৭৭.কান পাতলা-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সহজে বিশ্বাস প্রবণ।
৭৮. বেহায়া-
উত্তরঃ কান কাটা।
৭৯. কাঁঠালের আমসত্ব- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অসম্ভব ব্যাপার।
৮০. ভূশন্ডির কাক-
উত্তরঃ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
৮১. গোঁপখেজুরে অর্থ-
উত্তরঃ আরামপ্রিয়।
৮২. গোবসর গণেশ-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ নিরেট মূর্খ।
৮৩. গোকুলেরষাঁড়-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ স্বেচ্ছাচারী।
৮৪. গাঁ করা-
উত্তরঃ উদ্যোগ নেয়া।
৮৫. গড্ডলিকা প্রবাহ-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অন্ধ অনুকরণ।
৮৬. গায়ে ফুঁ দিয়ে বেড়ানো-
উত্তরঃ কোন দায়িত্ব গ্রহণ না করা।
৮৭.গরমা-গরম এর অর্থ-
উত্তরঃ টাটকা।
৮৮. গাছপাথার-বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ হিসাব নিকাশ করা।
৮৯.গলায় গামছা দেয়া- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অপমান করা।
৯০. যার অনেক বুদ্ধি আছে-
উত্তরঃ গভীর জলের মাছ।
৯১. গুরুত্ব দেয়া অর্থে কোন বাগধারা?
উত্তরঃ গায়ে জ্বর আসা।
৯২. গোল্লায় যাওয়া- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ নষ্ট হওয়া।
৯৩. ঘোড়ার কামড়-
উত্তরঃ দৃঢ় লোক।
৯৪. ঘর থাকতে বাবুই ভেজা- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সুযোগ থাকেও কষ্ট করা।
৯৫.ঘণ্টাগরুড়-
উত্তরঃ অকর্মণ্য লোক।
৯৬. ঘোটিরাম- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অপদার্থ।
৯৭. গোঁয়ার গোবিন্দ-
উত্তরঃ কাণ্ডজ্ঞানহীন।
৯৮.ঘাটের মড়া-
উত্তরঃ অতি বৃদ্ধ।
৯৯. ছক্কা পাঞ্জা করা-
উত্তরঃ বড়াই করা।
১০০. ঝাঁকের কই-
উত্তরঃ একই দলের লোক।
প্রিয় পাঠক ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা (কমন উপযোগী) আমাদের সাইটের মাধ্যমে খুঁজে পেতে সক্ষম হয়েছেন।