মাদারীপুর কিসের জন্য বিখ্যাত | মাদারীপুরের দর্শনীয় স্থান
আজকে কথা বলব মাদারীপুর জেলা নিয়ে মাদারীপুর কিসের জন্য বিখ্যাত এটি অনেকেই গুগলে সার্চ করে থাকেন।আপনারা যারা জানতে চেয়েছেন মাদারীপুর কিসের জন্য বিখ্যাত তাদের উদ্দেশ্যে আজকের এই পোস্ট করা।
Table of Contents
মাদারীপুর কিসের জন্য বিখ্যাত
প্রথমেই বলে নেই মাদারীপুর খেজুরের গুড় এবং রসগোল্লার জন্য বিখ্যাত। শীতের মৌসুম এলেই গাছিরা খেজুর গাছ কেটে উৎপন্ন করে বিভিন্ন ধরনের গুড। এছাড়াও আপনি শীতের মৌসুমে এখানে পাবেন টাটকা খেজুরের রস এবং সেই রস দিয়ে আপনি মিষ্টান্ন তৈরি করতে পারেন যা কিনা আপনার কাছে অমৃত বলে মনে হবে।
মাদারীপুরের দর্শনীয় স্থান
মাদারীপুর জেলার দর্শনীয় স্থান আপনি ঘুরে আসতে পারেন । এমন হতে পারে আপনি মাদারীপুর জেলার সন্তান এর পরও আপনি মাদারীপুরের এই সমস্ত দর্শনীয় স্থান গুলোতে এখনো পর্যন্ত আপনার যাননি । তাই আপনি যদি না জেনে থাকেন মাদারীপুর জেলার দর্শনীয় স্থান গুলো কি কি এখনি জেনে নিন।
মাদারীপুর জেলার দর্শনীয় স্থানগুলো যথাক্রমে:
- চরমুগরিয়া ( চরমুগুরিয়ার বিশেষত্ব হলো এখানকার বানর)
- মাদারিপুর শকুনী দিঘি
- রাজারাম মন্দির
- আউলিয়াপুর নীলকুঠি
- সেনাপতির দিঘি
- হাজরাপুর দরবার শরীফ
- শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ
- প্রণবানন্দের মন্দির
- মঠের বাজার মঠ
- ঝাউদি গিড়ি
- সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি
- কুলপদ্দি জমিদার বাড়ি ইত্যাদি।
সময় এবং সুযোগ পেলে মাদারীপুর জেলার এই সকল দর্শনীয় স্থান ঘুরে আসবেন।