চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
চট্টগ্রাম বললেই মানুষ বোঝে মূলত সাগর আর পাহাড়। চট্টগ্রাম বিখ্যাত এ অঞ্চলের মানুষের খাদ্যাভাসের জন্য। সমুদ্র বন্দরের কথা যখন এলই, তখন আপনাকে চট্টগ্রামের সমুদ্র সৈকতের কথাগুলোও জানিয়ে দেই। পতেংগা, পারকি, বাশখালী, গুলিয়াখালী-বেশ কয়েকটি দর্শনীয় সমুদ্র সৈকত আছে এখানে। এখানে এলে আপনি বাটালী হিল, জিলাপী পাহাড় অবশ্যই ঘুরে যাবেন।
Table of Contents
চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
চট্টগ্রাম বললেই মানুষ বোঝে মূলত সাগর আর পাহাড়। এখানে এলে আপনি বাটালী হিল, জিলাপী পাহাড় অবশ্যই ঘুরে যাবেন। এছাড়া রয়েছে বিভিন্ন লেক, যেমনঃ ফয়েজ লেক, মহামায়া লেক, কাপাতি লেক ইত্যাদি। নিচে চট্টগ্রাম বিখ্যাত স্থান গুলোর নাম তুলে ধরব।
চট্টগ্রাম এর বিখ্যাত ১০টি স্থান:
- চট্টগ্রাম চিড়িয়াখানা।
- সীতাকুন্ড।
- চন্দ্রনাথ পহাড় ও মন্দির।
- নন্দনকানন।
- ওলি খাঁর মসজিদ।
- কোর্ট বিল্ডিং।
- জাতিতাত্ত্বিক জাদুঘর।
- আগ্রাবাদ।
- কদম মোবারক মসজিদ।
- ফয়েজ লেক।
৫২৮৩ বর্গ কিমি আয়তন নিয়ে চট্টগ্রাম জেলাটি বিস্তৃত। এ জেলাটি ১৫টি উপজেলা এবং ৩০ থানা নিয়ে গঠিত। চট্টগ্রাম বিখ্যাত এ অঞ্চলের মানুষের খাদ্যাভাসের জন্য। চট্টগ্রামের মেজবান জয় করেছে সারা দেশের মানুষের মন। এছাড়া বেলা বিস্কুট, শুঁটকি, বাকরখানি-এই তালিকাকে আরো সমৃদ্ধ করেছে।
আমাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম জেলা, এ জেলাটি বাংলাদেশের একটি বৈচিত্র্যময় জেলা কারন চট্টগ্রামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পাহার, সমুদ্র, বন এবং উপত্যকা।